মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

0
997
blank

 

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৮৯ জন বিদেশি আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি রয়েছে। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার পত্রিকা স্টার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কেদাহ প্রদেশের এক প্লাইউড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আরো সাতটি দেশের নাগরিক রয়েছে। এদের মধ্যে ২৬ জন নেপালের, ২১ জন ইন্দোনেশিয়ার, ২১ জন ভিয়েতনামের, দুইজন চীনের, দুজন পাকিস্তানের, একজন কম্বোডিয়ার ও একজন মিয়ানমারের নাগরিক।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, ধারণা করা হচ্ছে, ঐ কারখানায় চীনে তৈরি প্লাইউড প্রক্রিয়াজতকরণ যন্ত্র সারাই করতে তাদের কারিগর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এই বিদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগে মালয়েশিয়ার এক নাগরিককেও আটক করা হয়েছে বলে জানান ইউসরি।