মাহমুদা হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার

0
490
blank

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু নছর ওরফে গুন্নু (৪৫)। তিনি শিবিবের সাবেক কর্মী বলে দাবি করেছে পুলিশ। তাঁকে আজ ভোরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেবদাস ভট্টাচার্য বলেন, আবু নছরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদে তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আবু নছর দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। বছর পাঁচেক আগে দেশে ফেরেন তিনি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণসহ তিনটি মামলা রয়েছে। তাঁর নির্দিষ্ট কোনো পেশার তথ্য পাওয়া যায়নি। তবে তিনি নিজেকে আড়ালে রাখতে একটি মাজারের খাদেমের পরিচয় দিতেন। মাহমুদাকে হত্যায় সরাসরি অংশ নেওয়া মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে আবু নছর ছিলেন না। তবে ঘটনাস্থলের আশপাশে অবস্থান করে তিনি খুনিদের সহায়তা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।