মির্জাপুরে শেষ হল ৩ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
418
blank

আরাফাত ইসলাম, মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শেষ হল ৩ দিনব্যাপী একুশে বইমেলা, মঞ্চনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠামালা। অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়।

আজ সমাপনী দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় উপজেলা চত্বরে অবস্থিত ‘মুক্তির মঞ্চে’ মির্জাপুর শিল্পকলা একাডেমীর আয়োজনে একক ও দলীয় সংগীত এবং নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, গত দুই দিন(২১ ও ২২) ফেব্রুয়ারি মির্জাপুরের ঐতিহ্যবাহী, স্বনামধন্য দুই শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা সদরের মির্জাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এর ছাত্রীদের পরিবেশনায় বাল্যবিবাহ নিয়ে “আলোর ঝলক” এবং মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের অংশগ্রহণে “আলোর পথের যাত্রী” নামে সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক অসংগতিমূলক দুটি নাটক মঞ্চায়িত হয়।