মির্জা ফখরুলের কিছু হলে দায় সরকারের: বিএনপি

0
502
blank

 

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন জানিয়ে দলটি মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, মির্জা ফখরুল সদ্য চিকিৎসা শেষে দেশে এসেছেন। এখনো তিনি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এই অবস্থায় মাত্র চার মাসের ব্যবধানে তাকে ফের কারাগারে পাঠানোয় আমরা উদ্বিগ্ন।

আসাদুজ্জামান রিপন হুঁশিয়ারি দিয়ে বলেন, মানবিক বিবেচনায় সরকারের কাছে আমরা মির্জা ফখরুলের মুক্তি দাবি করছি। একই সঙ্গে জানিয়ে রাখছি- তার কিছু হলে জনগণ সরকারের ওপরই দায়ভার দিতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জামিনে মুক্তি পেয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে যান। গত ২১ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।