মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে জেসিয়া

0
632
blank
blank

অনলাইন ডেস্ক: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জেসিয়া ইসলামের নাম। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৭তম এ প্রতিযোগিতায় অন্য দেশুগলোর প্রতিযোগীদের পাশাপাশি বাংলাদেশের জেসিয়া ইসলামের ছবিও প্রকাশ করা হয়েছে ওই ওয়েবসাইটে।

মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ওয়েবসাইটে ‘কনটেস্টেন্টস’ অপশনে ক্লিক করলে তৃতীয় সারিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা ও জেসিয়ার ছবি দেখা যাচ্ছে।

তার ছবির ওপর ক্লিক করে দেওয়া যাচ্ছে ভোট। মঙ্গলবার রাত সোয়া ৯টা পর্যন্ত এখানে ০ দশমিক ৩৬ শতাংশ ভোট পয়েন্ট দেখা গেছে। ওয়েবসাইটটির হোমপেজেও প্রতিযোগীদের নাম, ছবি ও দেশের নাম রাখা হয়েছে।

বাংলাদেশের জেসিয়াসহ এখন পর্যন্ত ১১৭টি দেশের প্রতিযোগী চূড়ান্ত হয়েছেন প্রতিযোগিতার ৬৭তম আসরে। এ তালিকায় যুক্ত হতে পারে আরও চারটি দেশ।আগামী ২০ অক্টোবর চীনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে জেসিয়ার। এর মাধ্যমে ১৬ বছর পর এই আয়োজনে দেখা যাবে লাল-সবুজের কোনও সুন্দরীকে।

আগামী ৩১ অক্টোবর শিমেলং ওশান কিংডমে হবে এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। নানান রঙের পোশাকে সেজে আসা ৫০০ পারফর্মারের পরিবেশনা ও প্রতিযোগীদের প্যারেড দেখতে হাজির থাকবেন ১০ হাজার দর্শক। আগামী ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টায় পর্যন্ত মিস ওয়ার্ল্ড ২০১৭ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। তখনই্ জানা যাবে বিশ্বসুন্দরীর মুকুট কার মাথায় উঠবে।