মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

0
516
blank
blank

নরসিংদী প্রতিনিধি : শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি বর্বর বাহিনীকে বিতাড়িত করার মাধ্যমে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন রাষ্ট্র ছিনিয়ে এনেছেন।

তিনি বলেন, ৩০ লাখ শহীদ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা অর্জিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কখনও তাদের স্বার্থের কথা বিবেচনা করেননি।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। মুক্তিযোদ্ধাদের ঋণ কখনও শোধ করার মতো নয়। বর্তমান সরকার সব সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন। তাদের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। আর মুক্তিযোদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মনোহরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা আক্তার রুবীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।