মেসিদের কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন চিলি

0
1006
blank

ডেস্ক রিপোর্ট: আরও একবার হতাশার সাগরে ডুবলো আর্জেন্টিনা। ২৩ বছরের শিরোপা-খরা কাটানো হলো না তাদের। দেশের হয়ে একটি বড় শিরোপাও জেতা হলো না লিওনেল মেসির। কোপা আমেরিকার এবারের শিরোপাও জিতলো চিলি। আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এই গৌরব অর্জন করলো তারা। কোপা আমেরিকার শতবর্ষ উপলেক্ষ্যে বিশেষ টুর্নামেন্টের শিরোপা জিতে ইতিহাসের পাতায় আলাদা করে নাম লেখালো চিলির ফুটবল দল। এবারের ফাইনাল যেন গতবারের চিত্রনাট্যের দ্বিতীয়বার মঞ্চস্থ হলো। গতবার চিলির সান্তিয়াগোর ফাইনালে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হারে লিওলেন মেসির আর্জেন্টিনা। এবারও প্রায়ই একইভাবে হারলো তারা। তবে এবারের টাইব্রেকার বড় বেদনাতুর হয়ে রইলো আর্জেন্টিনার জন্য। দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এদিন টাইব্রেকারে গোল মিস করেছেন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট শেষে ফাইনাল ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। ম্যাচের ভাগ্য নির্ধারনের জন্য টাইব্রেকারের আশ্রয় নেয়া হয়। প্রথমেই শট করেন চিলির আরতুরো ভিদাল। তার শটটি বাঁ দিকে ঝপিয়ে পড়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিযে যান লিওনেল মেসি। ক্লাব সতীর্থ ক্লদিও ব্রাভো গোলবারের নিচে প্রস্তুত। মেসি শট নিলেন। চিলির গোলরক্ষক ব্রাভো ডান দিকে ঝাপ দিলেন। কিন্তু মেসির শটটি ডানদিকের ক্রাসবারের বাইরে দিয়ে বেরিয়ে আশ্রয় নেয় গ্যালারিতে। হতাশাল মসুষড়ে পড়েন মেসি ও তার সতীর্থরা। মেসির এই ভুলটিই শেষ পর্যন্ত আর্জেন্টিনার হারের কারণ হয়ে দাঁড়ায়। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসা মেসি শেষটা করলেন দুঃখজনক টাইব্রেকার মিস দিয়ে। পরের তিন শটেই গোল করে চিলির খেলোয়াড়রা। তবে আর্জেন্টিনার পক্ষে চতুর্থ শট থেকে গোল মিস করেন বিগিলিয়া। তার শটটি রুখে দেন বার্সেলোনার চিলিয়ান গোলরক্ষক ব্রাভো। জয়ের সামনে দাঁড়িয়ে তখন চিলি। দলের হয়ে চতুর্থ শট নেন সিলভা। তিনি দুর্দান্ত এক গোল করে চিলির টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেন। অন্যদিকে ২০১৪- ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৫- কোপা আমেরিকার পর টানা তিন বড় টুর্নামেন্টের ফাইনালের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দলের প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসি কান্নায় ভেঙে পড়েন। এর আগে দুই ফাইনালে হেরে গেলেও এবারের মতো এমন কাঁদতে মেসিকে কখনও দেখা যায়নি। ক্লাবের হয়ে শিরোপার পর শিরোপা জিতলেও দেশকে কোনো বড় শিরোপা এনে দেয়ার ব্যর্থতা তাকে যেন কুরেকুরে খাচ্ছে। অনেকেই মনে করছেন, আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়ার এটাই মেসির শেষ সুযোগ ছিল। এখনই তার বয়স ২৯ বছর। ২০১৮- রাশিয়া বিশ্বকাপে তার বয়স বেড়ে যাবে। তারপর কোপা আমেরিকা আসতে আরও দেশি। কিন্তু বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবারও সুযোগ হাতছাড়া করলেন। তাও আবার মেসির ভুলেই এবার আর্জেন্টিনার শিরোপা হাতছাড়া হলো।