যাত্রাবাড়িতে ও জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা

0
781
blank
blank

নিজস্ব প্রতিনিধি: আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যাত্রাবাড়ি মোড়ে অতর্কিত হামলা হয়েছে। আজ শনিবার সকালে শিক্ষার্থীদের উপর এ হামলা চালানো হয়। এছাড়াও শিক্ষার্থীদের প্রতিহত করতে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় শ্রমিকদের সঙ্গে মহড়া দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জানা যায়, সকালে যাত্রাবাড়ি মোড়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষার্থীরা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে অবস্থান নেয়। এসময় ৩০/৪০ শ্রমিক শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। পরে সেখান থেকে ছাত্ররা চলে যায়। ছাত্রদের প্রতিহত করতে দুপুরে আবার রাস্তায় নেমেছে শ্রমিকরাসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তারা যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে রয়েছে। তাদের মধ্যে আবার কেউ কেউ কলেজ বা স্কুলের ড্রেসের সাথে মিল রেখে সাদা শার্ট পড়ে এসেছে। এদের মধ্যে লেগুনা চালক, চালকের সহকারী এবং অন্যান্য পরিবহন শ্রমিকরা রয়েছে। তবে এ এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করতে পুলিশ সতর্ক অবস্থায় আছে।

রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। বেলা ১টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে। হামলার পর যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকা ছেড়ে ধানমন্ডির কয়েকটি সড়ক অবরোধ করে। এরপর দুইটার দিকে আগ্নেয়াস্ত্রসহ হামলাকারীরা জিগাতলা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীদের ওপর ফের হামলা হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ শক্ত হাতে তা প্রতিহত করবে।