যুবলীগ নেতা শামস্ এর মায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

0
615
blank
blank

সিলেট জেলা যুবলীগ নেতা, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ‘চশমা’ প্রতিকের প্রার্থী সামস্ উদ্দিন সামস্ ও চ্যানেল এস লন্ডন শাখার সিনিয়ির রিপোর্টার তাজ উদ্দিন আহমদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মা শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. আহমদ আল কবিরের শোক: জেলা যুবলীগ নেতা, বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সামস্ উদ্দিন সামস্ মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ‘সীমান্তিক’ এর চীফ পেট্রোন, বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযুদ্ধা ড. আহমদ আল-কবির ।

শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ ও সাাংবাদিক তাজ উদ্দিন আহমদের মাতা পিয়ারা বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৮ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুহম্মদপুর স্কুলমাঠে দ্বিতীয় যানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয় ।