রংপুরের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না: অর্থমন্ত্রী

0
450
blank
blank

সিলেট: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে আওয়ামী লীগের বিশাল ব্যবধানের পরাজয়ের কোন প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকালে সিলেটে বীমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে না। দেশে যেখানে বহু রাজনৈতিক দল আছে, সেখানে একেক জায়গায় একেক প্রার্থী জয়ী হবেন, এটা খুবই স্বাভাবিক। তা ছাড়া রংপুরে জাতীয় পার্টি যথেষ্ট জনপ্রিয়।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রায় লাখ ভোটের ব্যবধানে হারিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিজয়ী হন। এদিকে গোলযোগ না হওয়ায়, অনিয়মের অভিযোগ না থাকায় রংপুরের নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের জন্য মডেল হয়ে থাকবে বলে মনে করছে নির্বাচন কমিশন ।