রহস্যজনক ফোনে নিরাপত্তাহীন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক

0
601
blank
blank

 

ঢাকা: দুর্বৃত্তদের হাতে খুন হওয়া জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে রহস্যজনক ফোন করা হয়েছে। ফোনে হত্যার হুমকি দেয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে কে বা কারা ফোন করছেন সে ব্যাপারে কিছু জানাননি প্রবীণ এ শিক্ষক। বুধবার যমুনা টেলিভিশনের কাছে রহস্যজনক ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই আমি নানা রকম ফোন পাচ্ছি।

পুত্র শোকে কাতর আবুল কাসেম বলেন, এমন একটি তরতাজা ছেলে খুন হওয়ার পর আমি নিজেকে নিয়ে ভাবছি না। তবে আজ থেকে আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন তখন আমাকে মেরে ফেলা হতে পারে।তিনি বলেন, পুলিশের কাছে গিয়ে কী হবে? দীপন খুন হওয়ার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি পুত্র হত্যার বিচার চাই না। আমি চাই সবার শুভ বুদ্ধির উদয় হোক।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আইনের প্রতি আমার আস্থা রয়েছে।তবে বিদ্যমান বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা নেই। কেননা এর আগে বেশ কয়েকজন ব্লগারকে খুন করা হলেও এর কোনোটারই বিচার হয়নি।

উল্লেখ্য, গত সোমবার বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা।