রাজধানীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

0
429
blank
blank

 

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় বাসায় আটকে রেখে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল ওরফে রাহুল নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় ওই গৃহকর্মীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালালের বিরুদ্ধে মামলাটি করেন। কিশোরীর বাড়ি লক্ষ্মীপুরে। সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল তাঁর ঢাকার বাসায় ওই কিশোরীকে গৃহকর্মী হিসেবে নিয়ে আসেন। যুবলীগ নেতার স্ত্রী চাকরি করেন বলে বেশ কিছুটা সময় বাইরে থাকতেন। এ সুযোগে শাহজালাল তাকে বাসায় জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে গত শনিবার শাহজালাল তাকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চাঁদপুরে নিয়ে গিয়ে এক স্থানে ফেলে পালিয়ে যান। পরে ওই কিশোরী লক্ষ্মীপুরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের এ ঘটনা জানায়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, আমরা ব্যাপারটি তদন্ত করে দেখছি। ভিকটিমের গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুরে। থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বিশ্বাস মামলা মামলাটি হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চেকআপ ও ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে জবানবন্দি শেষে কিশোরীকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।