রাজধানীর যে ৬টি স্থানে মিলবে ঈদের অগ্রিম টিকিট

0
889
blank
blank

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদে রেলের টিকিট রাজধানীর ৬টি স্থান থেকে সংগ্রহ করতে পারবেন ভ্রমণ ইচ্ছুক যাত্রীরা। এছাড়া আগামী মাস থেকে রেলের নিজস্ব অ্যাপস চালু করা হবে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

৬টি স্থান হলো- ফুলবাড়িয়া, টিএসসি, মিরপুর ও গাজীপুরের জয়দেবপুরসহ আরো ২টি স্থান। পাশাপাশি ‘অ্যাপসে’ও পাওয়া যাবে টিকিট। ভোগান্তি কমাতে চলতি মাসেই অ্যাপসটি চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

এর আগে মন্ত্রী বলেছিলেন, ঈদ এলে কমলাপুর রেলস্টেশনে হাটের মতো বসে যায়। এবার আমরা চেষ্টা করব রেলভবন, টিএসসি, সায়েদাবাদ, বসুন্ধরাসহ বিভিন্ন পয়েন্ট থেকে যেন টিকিট দিতে পারি। তা ছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে চলতি মাসে অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই সবাই টিকিট কিনতে পারবেন।