রাজনৈতিক পরিচয় দেখবো না, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে: প্রধানমন্ত্রী

0
546
blank

ঢাকা: বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না, অপরাধী যেই হোক কেউ ছাড় পাবে না। বুধবার (৯ অক্টোবর) বিকেলে গণভবনে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতে গ্যাস রপ্তানি ও ফেনী নদীর পানি দেয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না তার সরকার।
শেখ হাসিনা বলেন, কে ছাত্রলীগ কে ছাত্রদল আমি সেটার দিক বিবেচনা করিনি। আমি বিবেচনা করেছি একটি ২১ বছরের বাচ্চা ছেলেকে হত্যা করা হয়েছে। তাও পিটিয়ে পিটিয়ে, কি অমানবিক! যে অন্যায় করেছে সে অন্যায়কারী তার বিচার হবে।
তিনি বলেন, আমি কারো দাবির অপেক্ষা করিনি তার আগেই নির্দেশ দিয়েছি, গ্রেফতার শুরু হয়ে গেছে। ফুটেজ হাতে পাওয়ার পরে পুলিশের আরো সুবিধা হয়েছে। ফুটেজ দেখে অপরাধী খুঁজতে আরো সুবিধা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ পরিবারের ছেলে আবরারের বাবা মা কতো কষ্ট করেছে। তাকে নৃশংস ভাবে মেরে ফেলেছে। অপরাধীদের বিচারে যা করা দরকার তাই করা হবে।