রানা প্লাজার বিচার দ্রুত করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে টিআইবি

0
456
blank
রানা প্লাজার বিচার দ্রুত সম্পন্ন করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে গার্মেন্টস খাত সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে সংস্থাটির পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। পাঁচ বছরেও রানা প্লাজা দুর্ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায় টিআইবির পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়।
ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এসময় বলা হয়, সামগ্রিক সুশাসনের অভাবের কারণে এখনো বিচার ব্যবস্থাকে আটকে রাখা যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতাবানরা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা।