রাব্বী যা করেছেন তা ফৌজদারি অপরাধের শামিল: আইজিপি

0
459
blank
blank

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী পুলিশের কাজে বাধা দিয়েছেন, যা ফৌজদারি অপরাধের শামিল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সাভারের আমিনবাজারে কমিউনিটি পুলিশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি শহীদুল হক এ কথা বলেন। সমাবেশে ব্যাংক কর্মকর্তা রাব্বীর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে আইজিপি বলেন, রাব্বী নির্যাতনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জানা গেছে, রাব্বী সাহেব জেনেভা চেকপোস্ট অতিক্রম করার সময় তার দেহ তল্লাশিতে বাধা দিয়েছেন। শুধু আইডি কার্ড দেখালে তো এটি নিশ্চিত হওয়া যায় না যে ওই ব্যক্তি তিনি। রাব্বীকে ওই পুলিশ কর্মকর্তা (মোহাম্মদপুর থানার সাময়িক বরখাস্ত উপপরিদর্শক মাসুদ শিকদার) দুই ঘণ্টা আটকে রেখেছেন। তা না করে তাকে থানায় নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিতের কাজটি করা যেত। কিন্তু রাব্বী সাহেব যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছেন সেটি ফৌজদারি অপরাধের শামিল।
শহীদুল হক আরো বলেন, আমরা তো সব সময় আইন প্রয়োগ করি না। আমি বলেছি নিরপেক্ষ তদন্ত করতে। তদন্তে যেন ওই পুলিশ কর্মকর্তা হস্তক্ষেপ করতে না পারে সেজন্য তাকেও আমি ওই থানায় থাকতে দেই নাই। এখন বিষয়টি আদালতের কাছে গেছে। আদালত সবার উপরে। তারা যে আদেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে। তবে এত বেশি সমালোচনা করলে গোটা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যায়। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য আসলামুর রহমান, সংসদ সদস্য এনামুর রহমান, সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।