রায়ে রাজনৈতিক সঙ্কট নয়, বিএনপির অভ্যন্তরীণ সঙ্কট সৃষ্টি হয়েছে: কাদের

0
517
blank

গাজীপুর: ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সঙ্কট নয়, বরং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ সঙ্কট সৃষ্টি হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএ’র প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

রায়ে রাজনৈতিক সংকট ঘণীভূত হলো- বিএনপি নেতাদের এমন দাবি নাকচ করে ওবায়দুল কাদের বলেন, রায়ের মাধ্যমে বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘণীভূত হবে, সেটির লক্ষণ আমরা ইতোমধ্যে টের পাচ্ছি।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সরকার করেনি, কোন হস্তক্ষেপও করা হয়নি। এই মামলায় এমনটি বেগম জিয়া নিজেই চেয়েছেন। তিনি যদি নিয়মিত হাজিরা দিতেন, তবে এ মামলায় অনেক আগেই রায় হয়ে যেত। তিনি নিজেই দেরি করে করে নির্বাচন সামনে রেখে মামলাটি নিয়ে এসেছেন। মামলার এমন পরিণতির জন্য বেগম জিয়া ও তার আইনজীবীরাই দায়ী।