শাবিতে সাংবাদিক নির্যাতনকারী ছাত্রলীগ কর্মীদের বিচার দাবি

0
460
blank
blank

শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবাদকর্মীদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবিতে কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে সাংবাদিকরা। এসব কর্মসূচি থেকে জড়িতদের অতিদ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ ড. শরদিন্দু ভট্টাচার্য, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মুহিবুল আলম, সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, মনির হোসেন প্রমুখ।
সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট-ইমজার নেতৃবৃন্দ।
সমাবেশে সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা বলেন, যৌন হয়রানির প্রতিবাদ করায় যখন একজন সাংবাদিকের ওপর হামলা হয়, তখন বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে। একজন সাংবাদিক যখন নিরাপত্তহীনতায় ভোগে, তখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে নতুন করে কিছু বলার থাকে না।
শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মুহিবুল আলম বলেন, শাবি ছাত্রলীগের কিছু নেতার নির্দেশে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে তারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, যৌন হয়রানিকারীদের রক্ষা করেছে। এবার সাংবাদিকদের পিটিয়েছে। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের আজীবন বহিষ্কারের দাবিও জানান তিনি।
সিলেটের সাংবাদিকরা এ ঘটনায় শাবি ছাত্রলীগের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানান। সমাবেশ শেষে ক্যাম্পাসে মৌন মিছিল করেন সংক্ষুব্ধ সাংবাদিকরা।
প্রসঙ্গত, শনিবার বিকালে ছাত্রী উক্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করায় রাতে শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস ও সহসভাপতি সৈয়দ নবীউল আলমকে পিটিয়ে আহত করে তার কর্মীরা।