শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল শাবি

0
614
blank
blank

শাবি (সিলেট) প্রতিনিধি: শীতকালীন ছুটি ও সমাবর্তনকালীন আবাসিক হল খোলা রাখা, ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চায় কোন ধরণের প্রতিবন্ধকতা না করার পরিবেশ নিশ্চিত করা, ক্যাফেটেরিয়ায় খাবারের মান বাড়িয়ে দাম কমানোসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ হতে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে।

এসময় তারা ‘প্রশাসনের প্রহসন মানিনা, মানবো না, আমাদের ধমনীতে নূর হোসেনের রক্ত, স্বৈরাচার যেখানে লড়াই হবে সেখানে, স্বেচ্ছাচারের একজবাব প্রতিরোধ প্রতিবাদ’ সহ বিভিন্ন স্লোগান দেয়। যেটা ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যেয়ে প্রতিবাদী গানের মাধ্যমে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করার চেষ্টা করলে তা পণ্ডের অভিযোগ উঠে শাবি প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডাতায় জড়ান। এছাড়া, প্রক্টরের বাকবিতণ্ডার ভিডিও করার অভিযোগে এক শিক্ষার্থীর মোবাইল কেড়ে নেন তিনি। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে ভিডিও ডিলিট করার শর্তে মোবাইল ফেরত দেন।

প্রক্টরের এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করে। যেটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।