শিক্ষা মন্ত্রণালয়ে অজানা আতঙ্ক

0
425
blank
blank

ঢাকা: আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর হাতে শিা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা-কর্মচারী আটক হওয়ার পর পুরো মন্ত্রণালয়ে আতঙ্ক বিরাজ করছে। মন্ত্রণালয়ের প্রতিটি শাখায় যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ আছে, তারা অজানা আতঙ্কে রয়েছেন। গতকাল বিষয়টি নিয়ে কর্মচারীদের কানা-ঘুষা করতে দেখা গেছে। মন্ত্রণালয়ের বারান্দায় কোনো তদবিরবাজ ও শিক্ষা ক্যাডারের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। সুনসান নীরবতা ছিল মন্ত্রণালয়ে। তদবির করতে আসা লোকজনকেও লবির সোফাগুলোতে বসে থাকতে দেখা যায়নি।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার প্রশাসনিক কর্মকর্তা আবু আলম খানের খোঁজে তার বাসায় অপরিচিত লোকজন গিয়েছিলেন গত শনিবার। এরপর গতকাল তিনি অফিসে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। যদিও গত রোববার তিনি অফিস করেছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে গিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে কান্নাকাটি করেছিলেন। এ ব্যাপারে গতকাল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলাপ করতে চাইলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।