শিশুর পরিপূর্ণ বিকাশে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

0
912
blank
blank
নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য তাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিতে হবে। ফুলের মত শিশুদেরও ফুটতে দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ফুল ফুটতে যেমন আলো, বাতাসের প্রয়োজন, ঠিক তেমনি একটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়তে চিত্রাঙ্কন, পছন্দের বই পড়া, ছড়া, কবিতা লেখাসহ সংস্কৃতি চর্চায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন।
শনিবার দুপুরে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থানীয় সংগঠন ভিশন-২০২১ আয়োজিত ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।