শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে: মঞ্জুর আলম চৌধুরী

0
1131
blank
blank

আবুল হোসাইন, দিরাই থেকে: দিরাই উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে নতুন নতুন উদ্যোগ গ্রহন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। শহর থেকে গ্রাম পর্যন্ত শিক্ষার্থীদের প্রযুক্তি সাথে সম্পৃক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। কম্পিউটারের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
হাওরপাড়ের শিক্ষার উন্নয়নে ও ঝরে পড়া দূর করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো। তিনি রোববার বিকাল ৩ টায় দিরাই উপজেলার জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি শাহ মোঃ আলী রব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বদরুল হোসেন, কানাডা প্রবাসী প্রভাষক আমিরুল হক। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল পাশা,আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসাইন, ফারুক আলী ও সেবুল রেজা চৌধুরী।

পরে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় জগদল মাঝপাড়া সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে প্রধান অতিথি নব নির্বাচিত দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।