শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে নিউজিল্যান্ড

0
756
blank
blank

খেলা শেষ। ভারতের সব খেলোয়াড় একখানে জড়ো হচ্ছেন মাঠ ছাড়বেন বলে। তার আগে হাত মেলাচ্ছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।

কিন্তু একে একে সবাই সামনে চলে এলেও দেখা নেই বিরাট কোহলির। স্ট্যান্ডের ক্যামেরা তাকে খুঁজে নিলো সারির পিছন থেকে। প্রতিদিন খেলা শেষে যে সামনে থাকে সে আজ পিছনে। গ্যালারি থেকে নেমে মাঠের এক কোণে হতাশ হয়ে ঠায় দাঁড়ায় ভারতের ক্রিকেটাররা। মাথা নিচু। এক সতীর্থ অন্য সতীর্থের মধ্যেও নেই কোনো আলাপন।

অনেকেই হাত দিয়ে চোখ-মুখতে চাইলেন বারবার; কিন্তু সেই মুছায় কি আর হতাশার চাপ মোছা যায়? চোখে-মুখে কেমন যেন অবিশ্বাস- ঠিক যেন বিশ্বাস হচ্ছে না হেরে গেছেন। বহু লালিত স্বপ্নের বিশ্বকাপ এখানেই শেষ!

ভারতের যেখানে শেষ, সেখানেই যেন শুরু নিউজিল্যান্ডের। আনন্দে মেতে ওঠে উইলিয়ামসন বাহিনী। অবশেষে বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ড এখন বিশ্বকাপের ফাইনালে।

ভারতকে ১৮ রানে হারিয়ে বহু আরাধ্যের দ্বিতীয় ফাইনালে তারা। আর মধুর এই ক্ষণটাও কিনা এলো গ্যালারিভরা ২৬ হাজার দর্শকের সামনে, ইংলিশদের দেশে।