ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

0
1098
blank
blank

ঢাকা: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেছে  রাষ্ট্রপক্ষ। আজ দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে রাষ্ট্রপক্ষ।
উল্লেখ্য, উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর সংবিধানের  ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর একই বছরের ২২  সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। ওই সংশোধনীর  বৈধতা চ্যালেঞ্জ করে ৫ই নভেম্বর হাইকোর্টে এই রিট আবেদন হয়। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ২০১৪ সালের ৯ই নভেম্বর রুল দেয়। সেই রুলের ওপর ১৭ দিন শুনানির পর গত বৃহস্পতিবার  হাইকোর্ট  রায় ঘোষণা করে।