সংবাদ কর্মীদের হুমকি দিলেন বালাগঞ্জ থানার ওসি

0
771
blank
blank

ডেইলি আমারবাংলা ডেস্ক: অসহায় এক ব্যক্তিকে বালাগঞ্জ থানায় অভিযোগ দায়েরের জন্য নিয়ে গেলে থানার ওসির দুব্যর্বহারের শিকার হয়েছেন দুইজন সংবাদ কর্মী। বালাগঞ্জ থানার ওসি জালাল ওই দুই সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, সাংবাদিকরা সব সময় মিথ্যা কথা বলে। ওসির এই দুব্যর্বহারের বিষয়টি যদি মিডিয়ায় আসে তাহলে বালাগঞ্জ থানায় যত মাডার মামলা রয়েছে ঐসব মামলায় তিনি এই দুই সাংবাদিককে জড়িয়ে দিবেন বলে হুমকি দেন।
৭ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় সিলেট অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক রাজ্জাক আহমদ রাজা (রাজা সায়মন) ও সদস্য সচিব সৈয়দ সুমন মিয়া।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বালাগঞ্জ থানার ওসি জালাল উদ্দিনের কাছে একজন গরীব অসহায় ব্যক্তিকে নিয়ে থানায় অভিযোগ দায়েরের জন্য তারা গিয়েছিলেন। থানায় যাওয়ার পর অসহায় ব্যক্তি বালাগঞ্জ থানাধীন নতুন সুনামপুর গ্রামের মৃত আব্দুল করিমের বড় ছেলে শায়েস্তাকে দেখেই তেড়ে আসেন বালাগঞ্জ থানার ওসি জালাল উদ্দিন।

তখন ওসি শায়েস্তাকে উদ্দেশ্য করে বলেন, এই শালার পুত শালা- বার বার এখানে আসস কেন?
লোকটির সাথে ওসির এমন আচরণ দেখে সংবাদ কর্মী দু’জন ওসি জালালকে বলেন, শায়েস্তাকে আমরা সাথে নিয়ে এসেছি। তখন ওসি এ দু’সংবাদ কর্মীর উপরও ক্ষেপে যান। ওসি বলতে থাকেন আপনারা যা বলছেন মিথ্যা বলছেন। সাংবাদিকরা সব সময় মিথ্যা কথা বলে। সংবাদ কর্মী দু’জনকে ওসি হুমকি-ধামকি দেন এবং বলেন, এ বিষয়টি যদি মিডিয়ায় আসে তাহলে বালাগঞ্জ থানায় যত মাডার মামলা রয়েছে ঐসব মামলায় তিনি তাদেরকে জড়িয়ে দিবেন।

লিখিত বক্তব্যে তারা আরো জানান, বালাগঞ্জ থানার ওসি জালাল উদ্দিন শুধু তাদের সাথেই নয়, থানা এলাকার নিরীহ মানুষের সাথেও খারাপ আচরণ করেন। অনেকেই ভয়ে ওসির বিরুদ্ধে মুখ খুলতে চান না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। একই সাথে তারা ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনেরও জোর দাবী জানান।