সব জায়গায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

0
1004
blank

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বতভাবে নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব। শনিবার রাজশাহী বিভাগের মানুষের উদ্দেশ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। কোনো দিন জঙ্গিবাদ সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেইনি, দেবও না। এই দেশের মাটিতে কোনো সন্ত্রাসী কর্মকান্ড হবে না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। প্রত্যেক ধর্মের মূল বাণী তাই। প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম পালন করতে পারবে, এটাই ইসলামের কথা। এটাই পবিত্র কোরআনের কথা।