সভ্য দেশে গুম মেনে নেয়া যায় না: ড. কামাল হোসেন

0
760
blank
blank

স্টাফ রিপোর্টার: গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, মানুষ ঘর থেকে বেরিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না যে, তিনি আবার ঘরে ফিরে যাবেন কী-না। দিন-দুপুরে আজকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ ফিরছেন, কেউ ফিরছেন না। কেউ কেউ ফিরে এলেও তারা মুখে কুলুপ আঁটছেন। কথা বলাতে তাদের মধ্যে ভীতিভাব দেখা যাচ্ছে। এমন একটি রাষ্ট্র  ও সমাজ ব্যবস্থার জন্য আমরা দেশ স্বাধীন করিনি।

এমন ভুতুড়ে পরিবেশ জনগণ আর দেখতে চায় না। মানুষ মুক্তভাবে চলতে চায়, তাদের মনের কথা সমাজে বলতে চায়। গুম কখনই সভ্য সমাজে কাম্য হতে পারে না। গতকাল বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণফোরাম এর কর্মসূচি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আজকে দেশে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এটি হচ্ছে, গণতান্ত্রিক চর্চার পরিবেশ অবরুদ্ধ থাকার কারণে। যে সমাজে গণতন্ত্র থাকে না সেখানে মানুষের কোনো অধিকার প্রতিষ্ঠিত থাকে না। শাসক গোষ্ঠী ও স্বার্থবাদী গোষ্ঠীর নির্যাতনের ভয়ে তারা তটস্থ থাকেন।