সমস্যার সমাধান করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: স্বরাষ্ট্রমন্ত্রী

0
506
blank
blank

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এটা বিশ্ববিদ্যালয়টির নিজস্ব সমস্যা। এর সমাধানের দায়িত্বও তাদের। এসময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, গতকাল নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি আদায়ে ভিসিকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে ভিসিকে উদ্ধার করে। এসময় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আন্দোলনকারীদের বিরুদ্ধে বিশ্বদ্যিালয়ের করা অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করা, অধিভুক্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর পদত্যাগ এবং সাত কলেজ সংকটের নিরসন।