সমাজ সচেতন সাংবাদিকতায় আসক’র সম্মাননা পেলেন মবরুর আহমদ সাজু

0
639
blank
blank

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (আসক) সম্মাননা পেয়েছেন সাংবাদিক মবরুর আহমদ সাজু। শুক্রবার সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আসকের বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে আসছে সংস্থাটি।

এবছর সমাজসচেতন সাংবাদিকতায় ‘মরণ নেশায় আসক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা’ এবং ফেসবুকে কথা হয় রেস্তোরাঁয় ডেটিংয়ে বাজিমাত- এ দুই প্রতিবেদনের জন্য তিনি পুরস্কারে পেয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সহকারী জজ মামুনুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সিলেটে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের’ পরিচালক মো. রকিব আল মাহমুদ।

উল্লেখ্য, মবরুর আহমদ সাজু দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান ও শুভ প্রতিদিনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন