সিলেটের ওসমানীনগরে বহিরাগতদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ

0
509
blank
blank

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানা সন্ধানের পর ওসমানীনগরে বসবাসরত বহিরাগত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহের জন্য ছুটছেন মানুষের দ্বারে দ্বারে।
সোমবার তারা দিনভর উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের প্রতিটি বাসায় গিয়ে ভাড়াটিয়া ও মালিকপক্ষের কাছে তথ্য প্রদানের ফরম বিতরণ করেন। এ সময় পুলিশের সঙ্গে ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইউপি সদস্য আবদুল সামাদ ও সাংবাদিক আনোয়ার হোসেন আনা।
ওসি আবদুল আওয়াল চৌধুরী জানান, এলাকায় বসবাসরত বহিরাগতসহ সব ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। ভাড়াটিয়াদের তথ্য প্রদানে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।