সরকারি ঋণের পরিমাণ মাথাপিছু ২৬ হাজার টাকা: অর্থমন্ত্রী

0
1012
blank
blank

 

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫২ টাকা। যা ২০০০-২০০১ অর্থবছরে ছিল নয় হাজার ১১৪ দশমিক ১৭ টাকা। গত ১৫ বছরে মাথাপিছু সরকারি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুন বেড়েছে। সংসদে প্রশ্নোত্তরে বৃহস্পতিবার মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে ব্যাংকে গচ্ছিত জনগণের আমানত দাঁড়িয়েছে সাত লাখ ৪৬ হাজার ৩০০ কোটি টাকা। যা ২০০-২০০১ অর্থবছরে ছিল ৮১ হাজার ৬০৪ কোটি টাকা। গত ১৫ বছরে েআট গুণেরও বেশি আমানত বেড়েছে। যা ৮১৪ দশমিক ৫৩ শতাংশ।