সরকারি বাসভবনে উঠছেন সিইসি

0
556
blank

নিজস্ব প্রতিবেদক:মিন্টু রোডের সরকারি বাসায় উঠছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার (৬ অক্টোবর) তিনি এ বাসভবনে উঠছেন। উত্তরার বাসা থেকে মিন্টু রোডস্থ বাংলোয় আবাসিক ঠিকানা হচ্ছে সিইসির। কে এম নূরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যের ইসি নিয়োগ পায় গত ১৫ ফেব্রুয়ারি।

ইসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপাড়ায় ইতোপূর্বে সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সরকারি বাসার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ ২০০৬ সালেও ইসির সাবেক সচিব পরবর্তীতে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া মিন্টু রোডে ছিলেন। সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা (১৯৯৬-২০০০) মন্ত্রিপাড়ায় ছিলেন।