সরকার উৎখাতের হুংকার কেবল শব্দ দূষণই করবে: ইনু

0
499
blank
blank

ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাজারে নিত্য পণ্যের দামের ওঠানামা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে। সেই আলোচনা-সমালোচনাকে আমরা স্বাগত জানাই। তা সরকারকে সাহায্য করে। কিন্তু বাজারের নিত্যপণ্যের দামের ওঠানামা নিয়ে আলোচনা-সমালোচনা বাদ দিয়ে নির্বাচিত সরকার উৎখাতের হুংকার দেয়ার অপরাজনীতি গ্রহণযোগ্য না।

মঙ্গলবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, এই অপরাজনীতিটা বন্ধ করুন। কথায় কথায় নির্বাচিত সরকার উৎখাতের হুংকার কেবল শব্দ দূষণই করবে কিন্তু নির্বাচিত শেখ হাসিনার সরকারের কিছুই হবে না।

কষ্ট হলেও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, পেঁয়াজের পর এবার চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে।