সরকার জনগণের কণ্ঠরোধ করে শুধুই ক্ষমতায় থাকতে বিভোর হয়ে উঠেছে: খালেদা জিয়া

0
441
blank
blank

 

ঢাকা: সরকার দমন-নিপীড়ণ, জনগণের কন্ঠরোধ করে ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকতে এখন বিভোর হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে লন্ডন সফররত খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশ যখন অপশাসনে নিপতিত হয় তখন গণতন্ত্র, স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ-অঙ্গীকার হুমকির সম্মুখীন হয়। বাংলাদেশে এখন একটি বিনাভোটের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত। তারা দমন-নিপীড়ণের মধ্য দিয়ে জনগণের কন্ঠরোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুই ক্ষমতায় থাকতে এখন বিভোর হয়ে উঠেছে।
তিনি বলেন, এই দু:শাসনের অবসান হওয়া জরুরি। জনগণ যদি অবাধে ভোট দেয়ার অধিকারটুকু ফিরে পায় তাহলেই তারা স্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবেন। আমি মনে করি, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।