সরকার নয় জনগণের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী চীনারা: মাহবুবুর রহমান

0
1044
blank
blank

ঢাকা: চীনারা কোনো সরকার নয় জনগণের সঙ্গেই বন্ধুত্বে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেছেন, কোনো সরকারপ্রধান বা দলের সঙ্গে নয়, চীনারা মনে করে একটি দেশের সম্পর্ক আরেকটি দেশের জনগণের সঙ্গে গড়ে উঠে। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, ভূ-রাজনৈতিক কারণে চীনের অবস্থান কি সেটা বলতে পারেন। চীনের প্রেসিডেন্ট এসেছিলেন। তিনি একটি দেশ থেকে এসেছেন। তাই কান্ট্রি টু কান্ট্রি আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন। এটাই আমাদের পাওয়া।

মাহবুব বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশের স্বাধীনতার পরেই হোক- চীনের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান উঁচু জায়গায়। সেই বন্ধুত্বের জের ধরে চীন বর্তমানে বাংলাদেশকে যে মর্যাদা দিচ্ছে এটাই সবচেয়ে বেশি পাওয়া। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আত্মিক ও ঐতিহাসিক। বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সমপ্রতি চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে বলেছেন, এক সময় জিয়াউর রহমান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর আজ আমি চীনের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে হাত বাড়িয়েছি। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ন কবির ব্যাপারির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে- জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক প্রমুখ বক্তব্য দেন।