সহজ কাজ আগে করি

0
1070
blank
শিব্বির আহমদ ওসমানী
blank

শিব্বির আহমদ ওসমানী: আমরা প্রত্যেকে সমাজকে বদলানোর স্লোগান দেই। এটি খুব ইতিবাচক দিক। তবে এটি খুব কঠিন কাজ। এরচেয়ে সহজ কাজটি আমরা করি না বা করতে পারি না। তাহলো নিজেকে বদলাতে। নিজেকে বদলানো যদিও সহজ নয়। সমাজকে বদলানোর চেয়ে কঠিন নয়।
নিজেকে বদলানো যতটা সহজ সমাজকে বদলানো তার চেয়ে কঠিন। যুক্তিই বলে সহজ কাজটি আগে করা আর কঠিন কাজটি পরে করা। কাজে সফল হলে কাজের স্পৃহা বাডবে। কাজের প্রতি মনোযোগী হবে। আস্তে আস্তে কঠিন কাজটি করার সাহস বৃদ্ধি পাবে। আমরা সহজটি আগে না করে কঠিনটি করার স্লোগান দেই ফলে আমরা কিছু করতে পারি না।
আমরা নিজেকে বদলাই। নিজে থেকে শুরু করি বদলানোর কাজ। প্রত্যেকেই যদি নিজেকে বদলানোর কাজ শুরু করি তাহলে একদিন সমাজও বদলানো সহজ হবে। শুধু স্লোগান দিয়ে বদলানো যাবে কাজের মাধ্যমেই বদলাতে হবে। আসুন আমরা শুরু করি নিজেকে বদলানোর কাজ।

লেখক: শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজকর্মী।

Facebook.com/ShibbirAOsmani