সাঁওতালদের ব্যবহার করে জমি দখলের চেষ্টা হয়েছে: শিল্পমন্ত্রী

0
950
blank
ফাইল ছবি
blank

ঢাকা: সরকারি ভূমি দখলে ভূমিদস্যুদের ষড়যন্ত্রের অংশ হিসেবে গোবিন্দগঞ্জে সরকারি জমিতে সাঁওতাল বসতি স্থাপনের চেষ্টা করা হয়। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, গোবিন্দগঞ্জে ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহার করে জমি দখলের চেষ্টা করেছিল। যে স্থানে ওই ঘটনা ঘটে সেখানে এর আগে কোনো সাঁওতালপল্লী ছিল না।
আমরা তিন মাস ধরে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করেছি। কিন্তু তারা প্রত্যেকবারই আমাদের ওপর আক্রমণ করেছে। আমরা এই জমি দখল না নিলে ওই ভূমিদস্যুরা নিজেরাই পরবর্তীতে সাঁওতালদের তাড়িয়ে ওই জমির দখল নিত। শিল্পমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌমন্ত্রী শাজাহান খানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।