সানির গানের বিরুদ্ধে নোটিশ

0
823
blank
blank

আলোচিত অভিনেত্রী সানি লিওন অভিনীত ‘তেরা ইন্তেজার’ ছবির গানে ‘বার্বি’ শব্দের ব্যবহারে আপত্তি জানিয়ে প্রযোজকদের দিল্লি হাইকোর্টের নোটিশ পাঠাল ছোটদের খেলনা বার্বি প্রস্তুতকারক কোম্পানি। মুক্তির অপেক্ষায় থাকা তেরা ইন্তেজার ছবির ‘বার্বি গার্ল’ নামে একটি গান রয়েছে। এই ট্রেডমার্ক ডলের উত্পাদক সংস্থা ম্যাটেল ইঙ্ক এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়েছে। কোম্পানির দাবি, গানের শিরোনাম ও কথায় কোনও অনুমতি ছাড়াই তাদের রেজিস্ট্রিকৃত এবং বহুল পরিচিত ট্রেডমার্ক ব্যবহার করা হয়েছে। যেভাবে গানে ওই শব্দের ব্যবহার হয়েছে তা সংশ্লিষ্ট পণ্যের যে স্বতন্ত্র পরিচতি রয়েছে, তার বিরোধী ও গ্রাহকদের স্বার্থের পরিপন্থী।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই গানে যে অভিনেত্রীকে দেখা গিয়েছে তিনি প্রাপ্তবয়স্কদের বিনোদন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তাঁকে যে গানটিতে দেখা গিয়েছে তা শিশুদের পক্ষে উপযুক্ত নয় বলেও দাবি করা হয়েছে। আদালতে দায়ের করা আর্জিতে আরও বলা হয়েছে, এ ধরনের একটি গান প্ররোচনামূলক ও অল্পবয়সী মেয়ে ও শিশুদের পক্ষে অনুপযুক্ত। এতে বার্বির যে ভাবমূর্তি রয়েছে তা কালিমালিপ্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। গানটি থেকে বার্বি শব্দ বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। আর এই আর্জির ভিত্তিতে আদালত ছবির প্রযোজকদের উদ্দেশে নোটিশ দিয়েছে। আদালত দুইপক্ষকে আলোচনায় বসে বিষয়টির নিষ্পত্তির পরামর্শও দিয়েছে।