সামাদ আজাদের সততার আদর্শকে লালন করে আমাদের রাজনীতি করতে হবে: ইমন

0
508
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ১২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার ২৭ এপ্রিল জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য করুণা সিন্ধু রায় বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আ.লীগ নেতা চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, পৌর আ.লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, মিরপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক বাবুল মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ শাহেদ আহমদ, সাফরোজ ইসলাম মুন্না, রুমেন আহমদ, তানভীর আহমদ প্রমূখ। এ সময় উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমন, জুয়েল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদ ছিলেন রাজনীতিতে এক সততার আদর্শ। তাই সামাদ আজাদের সেই সততার আদর্শকে লালন করে আমাদের রাজনীতি করতে হবে। তিনি বলেন, আগামি রোববার মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জ আগমন উপলক্ষে আমাদের দলীয়ভাবে সকল প্রস্তুতি নিতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে সুনামগঞ্জ জেলার দুর্গত মানুষের পাশে থেকে সরকারের সকল বরাদ্দ সঠিকভাবে বণ্টনে দলীয় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে-সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীর উদ্যোগে পৌরসভার হলরুমে আলোচনাসভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ করা হয়। জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব মোবারক হোসেন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, দিপক কুমার দে, ব্যবসায়ী দিলোয়ার হোসেন, আ.লীগ নেতা শাহ আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক আহমদ ডন প্রমূখ। এতে কয়েক হাজার লোকজনের মধ্যে শিরণি বিতরণ করা হয়।
এছাড়া প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের গ্রামের বাড়ি উপজেলার ভূরাখালি গ্রামে জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের উদ্যোগে সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।