সারা দেশে পুলিশের সতর্কতা; নিরাপত্তা জোরদার

0
436
blank
blank

ঢাকা: দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, মিরপুরের কালসি সড়কে রোববার বাঙ্কার বসিয়ে পাহারা দিতে দেখা গেছে পুলিশকে। সিলেটের জঙ্গি দমন অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সারা দেশে পুলিশ সদস্যদের সতর্ক করেছে পুলিশ মহা পরিদর্শকের দপ্তর।

পুলিশের উপ মহাপরিদর্শক (মিডিয়া) এ কে এম শহীদুর রহমান বলেন, “গতকাল দেশের প্রত্যেক রেঞ্জ ও প্রতিটি জেলায় পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়েছে।”

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকার মিরপুরের কালসি সড়কে রোববার বাঙ্কার বসিয়ে পাহারা দিতে দেখা গেছে পুলিশকে।

বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর তা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রায় ৩০ ঘণ্টা ওই বাড়ি ঘিরে রাখার পর সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ওই বাড়িতে চূড়ান্ত অভিযান শুরু করে এবং বিভিন্ন ফ্ল্যাটে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন।
সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ কারার পরপরই কাছাকাছি পাঠানপাড়া এলাকায় দুই দফা বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন, আহত হন র‌্যাব-পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ৪৩ জন।