সারা দেশে বিএনপির বিক্ষোভ, আহত ১৬

0
610
blank
blank

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কয়েক জেলায় পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২৩ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এতে বাধা দেয় পুলিশ। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে অন্তত ১৬ নেতাকর্মী আহত হন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
বরিশাল জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের সময় শ্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে সমাবেশে বেগম জিয়ার মুক্তির দাবি জানান নেতারা।
এছাড়া, রংপুর, সিলেট, নেত্রকোনা, ঝিনাইদহ ও লালমনিরহাটে সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বেগম জিয়ার মুক্তির দাবি জানান তারা।