সাহেবের বাজার প্রবাসী সমিতির ঈদ সামগ্রী বিতরণ

0
600
blank

সিলেট: ‘করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতনায় মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে অসহায় ৩০০টি পরিবারের মাঝে সোম ও মঙ্গলবার বিকালে ঈদসামগ্রী বিতরণ করেছে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার প্রবাসী সমিতি।

সংগঠনের প্রধান উপদেষ্টা মো. নুরুল ইসলাম ফ্রান্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, আমরা সংগঠন গঠন করার পর থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করছি এবং এলাকার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক প্রোগ্রামে আমরা সাহায্য সহযোগিতা অব্যাহত আছে।

তিনি আরো বলেন, খাদিম নগর ইউনিয়নের বৃহত্তর সাহেবের বাজার এলাকার প্রবাসীদের নিয়ে প্রবাসী সমিতি গঠন করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সোয়াবিন তৈল, লাচ্ছা সেমাই ও ময়দা।

এসময় উপস্থিত ছিলেন- দেশ কমিটির সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ সভাপতি আব্দুল হান্নান, সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নুর আহমদ, এডভোকেট নুরুল আমিন, বাবুল আহমদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম, লন্ডন প্রবাসী কয়েছ আহমেদ, সৌদি প্রবাসী আবুল কালাম, সালা উদ্দিন সালাই, মুহিবুর রহমান মুহিব, সালা উদ্দিন ইমরান, জুনেদ, হারুন প্রমুখ।

ঈদ সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে কামনা করে সকল প্রবাসীদের জন্য মোনাজাত করেন সাহেবের বাজার হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার প্রধান হাফিজ আব্দুর রব।