সিলেটের কুয়ারপারে যুবলীগ নেতার অফিসে হামলা, ভাংচুর

0
653
blank
blank

সিলেট : নগরীর কুয়ারপার এলাকায় আব্দুস সামাদ নামে স্থানীয় যুবলীগের এক নেতার অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা সোমবার সন্ধ্যায় স্থানীয় বখাটেদের নেতৃত্বাধীন তীর খেলার বোর্ডে বাঁধা দেন ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাকিল মোর্শেদের অনুসারী স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বখাটেরা ছাত্রলীগ নেতাদের দেখে নেয়ার হুমকি দেয়।

রাত ১০টার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা কুয়ারপারে যুবলীগ নেতা আব্দুস সামাদের অফিসে বসা ছিলেন। এসময় গতকালের ঘটনার জের ধরে বখাটেরা যুবলীগ নেতার অফিসে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালায়। হামলাকালে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। তাদের হামলায় ছাত্রলীগের অন্তত ৬/৭জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাকিল মোর্শেদ অভিযোগ করে বলেন, সাবেক শিরির ক্যাডার পিচ্চি ইমনের নেতৃত্বে এখানে তীর নামক জুয়ার আসর নিয়মিত বসত। আমাদের নেতাকর্মীরা তাদের বাঁধা দিলে তারা অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের ৬/৭জন কর্মী আহত হয়েছেন।

কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়া জানান, দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।