সিলেটের পথে খালেদা জিয়া

0
808
blank
blank

হজরত শাহজালাল রহ: ও হজরত শাহপরান রহ: এর মাজার জিয়ারত করার উদ্দেশে এক দিনের সফরে আজ সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। সিলেট পৌঁছে এক ঘণ্টার বিশ্রাম শেষে বেলা ৩টার দিকে তার মাজার জিয়ারত করার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন বিএনপি প্রধান।

সাংগঠনিক কোনো কাজ কিংবা নির্বাচনী প্রচারণা শুরু করার আগে বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সিলেটে মাজার জিয়ারত করার রেওয়াজ রয়েছে। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মাজার জিয়ারত করে এসেছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। এই রায়ের তারিখ নির্ধারণের পর ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রধান। সাংগঠনিকভাবে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। ব্যস্ত শিডিউলের মধ্যেই আজ সিলেট যাচ্ছেন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার সিলেট সফরকে ঘিরে সড়ক পথের প্রতিটি জেলা বিএনপিতে প্রাণের সঞ্চার হয়েছে। ধরপাকড়ের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা নিজ অবস্থান জানান দিতে শোডাউনের প্রস্তুতি নিয়েছেন। যাত্রা পথে প্রতিটি আসনের নেতারা অনুসারীদের নিয়ে চেয়াপারসনকে স্বাগত জানাবেন।

খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গিয়েছিলেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন।