সিলেটে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ২শ’ নতুন ২৭

0
502
blank

সিলেটে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন যে হারে ডেঙ্গু রোগী ছাড়পত্র পাচ্ছে ভর্তি হচ্ছে তারও বেশি। ফলে চাপ বাড়ছে হাসপাতালে। এ কারণে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- সিলেটে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মিলেছে প্রায় ২শ’। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গতকাল সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে ভর্তি ছিলেন ৭০ জন।

এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন ৪৭ জন রোগী। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন। আর ছাড়পত্র নিয়ে গেছেন ১১ জন। বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭ জন। সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় মানবজমিনকে জানিয়েছেন- বেসরকারিভাবে ভর্তি থাকা রোগীর সংখ্যা কমেছে। গতকাল বেসরকারি হাসপাতালগুলো থেকে বেশি সংখ্যক রোগী ছাড়পত্র পেয়েছেন বলে জানান তিনি। এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেনি। এদিকে, দু’এক দিনের মধ্যে সিলেটে ফিরতে শুরু করবেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা সিলেটিরা। তারা ঈদ করতে নিজ বাড়িতে আসবেন। এতে করে সিলেটে ঈদে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে। খোদ ডাক্তাররাই আশঙ্কা করছেন সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। এ কারণে তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, এখন সিলেটে ৫টি ডেঙ্গু কর্নার রয়েছে। এই কর্নারগুলোতেই রোগীদের রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করা গেছে। প্রয়োজন হলে যেকোনো সময় তারা আরো কর্নার বাড়াতে পারবেন। রোগীর রোগ নির্ণয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে কিট সংগ্রহ করেছেন বলে জানান তিনি।
ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে আসাদ উদ্দিন: ডেঙ্গু রোগীদের দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ। সোমবার দুপুর ২টার দিকে হাসপাতালে আওয়ামী পরিবারের নেতাদের নিয়ে রোগী দেখতে যান তিনি। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে ডাবের পানি খাওয়ান আসাদ উদ্দিন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটসহ সারা দেশে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে গ্রহণ করা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক নানান কর্মসূচি। জনগণ সচেতন হলে অচিরেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে রোগীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত থাকায় ওসমানী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. রাজউদ্দিন, ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ডা. মো. হোসেন রবিন, ডা. মো. আরাফাত রহমান, সাইফুল ইসলাম, ইন্টার্ন সভাপতি হরিসত, ডা. সুনিল বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান, বিএনএ ওসমানী মেডিকেল শাখার সভাপতি শামীমা নাসরিন, বিএনএ ওসমানী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, কোষাধ্যক্ষ লিনুফা ইয়াসমিন, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজির আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম শাওন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, যুবলীগ নেতা মুরাদ আহমদ মুরন, আবির হাসান, এমএস হাসান, ছাত্রলীগ নেতা সাদিক, ইয়াসিন আরাফাত রকিব, সমন রায়, নিয়ামুল হক, নোমান আহমদ, হাবীবুর রহমান, মির্জা সোয়েব আহমদসহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।