সিলেটে দাওয়াত না পেয়ে বর্ষবরণ অনুষ্ঠানে ভাঙচুর করল ছাত্রলীগ

0
628
blank

সিলেট:  সিলেটের মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। ছাত্রলীগ নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে ভাঙচুরও করেছে। তাদের হামলায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা দেড়টার দিকে আলী বাহার চা বাগানের অনুষ্ঠান চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শর্বনী অর্জুন জানান, মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের অ্যাকাউন্ট ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের অদূরে আলী বাহার চা বাগানের বাংলোয় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যথারীতি চলছিল। বেলা দেড়টার দিকে ৩০-৩৫ জনের একটি গ্রুপ অনুষ্ঠানস্থলে হামলা চালায়। তারা মঞ্চ, চেয়ার, সাউন্ড বক্সসহ চা বাগানের বাংলোও ভাঙচুর করে।
হামলকারীদের হাতে পঙ্কজ ও তামান্না নামে দুই শিক্ষার্থী লাঞ্ছিত হন। আহত হন ৪/৫ জন শিক্ষার্থী।
এ বিষয়ে নগরীর বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, ‘বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে ছাত্রলীগের একটি পক্ষ জড়িত ছিল। অপর একটি পক্ষ দাওয়াত না পেয়ে হামলা চালায়। হামলার পর বন্ধ হয়ে যায় বর্ষবরণ অনুষ্ঠান।’
হামলার সাথে মদন মোহন কলেজ ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন শাখা সভাপতি মাহমুদুল হাসান সানি।
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি বলেন, ‘আজ কলেজের মূল ক্যাম্পাসে পরীক্ষা ছিল। এখানে ছিল ছাত্রলীগের সবাই। ওই অনুষ্ঠানের দিকে কেউ যায়নি।’
হামলার বিষয়টি অপপ্রচার বলেও দাবি করেন তিনি।
এদিকে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শর্বনী অর্জুন হামলার সঙ্গে ছাত্রলীগের জড়িত থাকার কথা অস্বীকার করেন।