সিলেটে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, আটক ৫

0
959
blank
ফাইল ছবি
blank

সিলেট: সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহে সোমবার রাত থেকে শুরু হওয়া ওরসে কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা করেছে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। পুলিশ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৫ জন নেতা কর্মীকে আটক করে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আম্বরখানা এলাকায় দরগাহের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক পাঁচ নেতা-কর্মীকে কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার মধ্য রাত থেকে হজরত শাহজালাল (রহ.) দরগাহে দুই দিনের বার্ষিক ওরস শুরু হয়েছে। এতে দেশ-বিদেশ থেকে হাজারো মাজারভক্ত মানুষের সমাগম হওয়ায় প্রতিবারের মতো নিরাপত্তার জন্য সিলেট মহানগর পুলিশ (এসএমপি) দরগাহের প্রবেশমুখসহ চারদিকে চারটি নিরাপত্তা চৌকি স্থাপন করে। আম্বরখানা সড়ক দিয়ে দরগাহে প্রবেশের মূল গেটের কাছে নিরাপত্তা চৌকি দিয়ে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।