সিলেটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ: আটক ১৭

0
479
blank

সিলেট নগরীর তোপখানায় শনিবার বিকেলে পুলিশের বাধার মুখে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি পন্ড হয়ে গেছে। এসময় তোপখানা ও আশপাশের এলাকা থেকে ১৭ জন ছাত্রদল নেতা-কর্মীকে জনকে আটক করা হয়। এ নিয়ে পুলিশ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।
জানা গেছে, কারান্তরিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য তোপখানা এলাকায় জড়ো হয়েছিলেন। এসময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেয় এবং ১৭ জন নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খান। অন্যদের নাম ঠিকানা জানা যায়নি। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।