সিলেট প্রেসক্লাবের নির্বাচন ২৮ ডিসেম্বর

0
549
blank
blank

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রেসক্লাবের ২০১৮-১৯ সালের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২০-২১ সেশনের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর শনিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মঙ্গলবার প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ স্বাক্ষরিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ৭ ডিসেম্বর, জমা ৯ ডিসেম্বর ও প্রত্যাহার ১২ ডিসেম্বর। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

এদিকে, নির্বাচন পরিচালনার জন্য সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেটকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দু’সদস্য হচ্ছেন ব্লাস্ট, সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর মো. ইরফানুজ্জামান অ্যাডভোকেট ও সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য সন্তু দাস অ্যাডভোকেট।