সিলেট সার্কিট হাউজে আগুন: রহস্য অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু

0
489
blank
blank

সিলেট সার্কিট হাউজের ভিভিআইপি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভিভিআইপিরা আসার আগ মুহূর্তে কেন এই অগ্নিকাণ্ড বিষয়টি খতিয়ে দেখতে গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি। ঘটনার দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গতকাল থেকে অনুসন্ধান শুরু করেছে। সিলেটের জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভিভিআইপিরা সিলেটে এলে তাদের জন্য সিলেট সার্কিট হাউজের নতুন ভবনে ‘ভিভিআইপি কক্ষ’ বরাদ্দ রাখা হয়। ঘটনার দিনও তাদের বিশ্রামের জন্য দুটি কক্ষ বরাদ্দ রাখা হয়। তেমনি গেল বুধবার সিলেট সফরে আসেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। সিলেটের আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করতে তাদের সিলেটে আসা। আর ভিভিআইপিরা সিলেটে আসার কারণে সিলেট সার্কিট হাউজের ভিভিআইপি দুই কক্ষ বরাদ্দ রাখা হয়। এর মধ্যে একটি কক্ষ ছিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অপরটি ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্য বরাদ্দ। যদিও তারা সার্কিট হাউজে যাবেন কী না- সেটি নিশ্চিত ছিল না। কিন্তু প্রধান বিচারপতি, অর্থমন্ত্রীসহ ভিভিআইপিরা ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছেন তখনই সার্কিট হাউজের ওই দুটি কক্ষে ঘটে অগ্নিকাণ্ড। আর ওই অগ্নিকাণ্ডে দুটি কক্ষের আসবাবপত্র ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক গিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করেন। কয়েক মিনিটের ব্যবধানে আগুনে দুটি কক্ষ পুড়ে যাওয়াকে হালকাভাবে দেখছে না প্রশাসন। ঘটনার দিন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করেছিলেন, শর্ট সার্কিট থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনাটিকেও গুরুত্ব দিয়ে দেখেন ওই দিন সার্কিট হাউজে অবস্থানকারী ইউএনডিপির কর্মকর্তা ওয়াটকিন। অগ্নিকাণ্ডের ঘটনার পর তিনি চলে এসেছিলেন আদালত প্রাঙ্গণের অনুষ্ঠানে। আর ওই অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে গিয়ে তিনি বাংলাদেশের ফায়ার সার্ভিসকেও ধন্যবাদ জানান। বলেন, অগ্নিকাণ্ডের সময় তিনি নিজ কক্ষেই ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে উদ্ধার করেছেন। তিনি এজন্য ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের দক্ষ জনবল রয়েছে এটাই তার প্রমাণ। আর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসাকেও স্বপ্ন মনে হয়েছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আর সিলেট সার্কিট হাউজে যাননি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলামকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশনার পর সিলেট সার্কিট হাউজের ‘ভিভিআইপি’ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন গতকাল সাংবাদিকদের কাছে এ কথা জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের উপ-নিবন্ধক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা এসেছে। বৃহস্পতিবার বিকালে ওই চিঠি পাওয়ার পর মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোকে এ ঘটনার তদন্তভার দেয়া হয়েছে। বিচারক এরই মধ্যে কাজ শুরু করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, ৭ কার্য দিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি রিপোর্ট দেবে।